ওয়্যারলেস কমিউনিকেশন মাধ্যম কি?

বর্তমান সময়ে ওয়্যারলেস হল সবইতে জনপ্রিয় একটি ডেটা কমিউনিকেশন মাধ্যম৷ যে মাধ্যমে দ্বারা কোন প্রকার তার বা কন্ডাক্টরের বাহ্যিক সংযোগ ছাড়াই তড়িৎ চৌম্বকীয় সংকেত (Electromanatic signal) ব্যবহার করে তথ্য আদান প্রদান করা যায় তাকে ওয়্যারলেস বা তারবিহীন কমিউনিকেশন মিডিয়া বলে৷ 

এক্ষেত্রে বায়ুতে ইলেকট্র্যোম্যাগনেটিক রেডিয়েশন বা তড়িৎচুম্বকীয় বিকিরণের মাধ্যমে এই যোগাযোগ সংঘটিত হয় যার ফ্রিকোয়েন্সী সীমা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম দ্বারা নির্ধারিত থাকে৷

ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম হল তড়িৎ চৌম্বকীয় তরঙ্গের রেঞ্জ বা ব্যাপ্তি যেটি জুড়ে শূন্য বা বায়ু মাধ্যমে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়শন বা তরঙ্গ শক্তিটি অবস্থান করে৷ 

তারবিহীন মাধ্যমে ডেটা তার যজু মাধ্যমের মতো কোন একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত না হয়ে চারিদিকে ছড়িয়ে প্রবাহিত হয়ে থাকে৷ এজন্য ওয়্যারলেস মাধ্যমকে আনগাইডেড মিডিয়া (Unguided media)  নামেও অভিহিত করা হয়৷
ওয়্যারলেস কমিউনিকেশন মাধ্যম
ওয়্যারলেস কমিউনিকেশন মাধ্যম

তারবিহীন বা ওয়্যারলেস মিডিয়াতে ডেটা আবদান প্রদানে অ্যান্টেনা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে৷ অ্যান্টেনা হল বিদ্যুৎ পরিবাহী এমন একটি যন্ত্র যা বৈদ্যুতিক সিগন্যালকে বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গে রূপান্তরের পর বাতাস বা তারবিহীন মাধ্যমে তা বিকিরণ করে থাকে৷ 

যেকোনো ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমে দুই ধরনের অ্যান্টেনা সিগন্যাল রিসিভ করে তাই একে  রিসিভার (Reciever) অ্যান্টেনা বলা হয়ে থাকে৷ আবার অনেক টাইপ অ্যান্টেনা রয়েছে যারা একসাথে সিগন্যাল রিসিভ এবং ট্র্যান্সমিট উভয়ই করতে পারে৷ 

এদেরকে ট্রান্সিভার বলা হয়৷ ডেটা আদান প্রদানের জন্য অ্যান্টেনা থেকে বিকিরণের দিকের উপর ভিত্তি করে অ্যান্টেনাকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়ঃ
  • দিকযুক্ত অ্যান্টেনা (Directional antenna)
  • সর্বদিকযুক্ত অ্যান্টেনা (Omnidirectional antenna)

দিকযুক্ত অ্যান্টেনা (Directional antenna)

একটি নির্দিষ্ট দিকে মুখ করে থাকা এই ধরনের অ্যান্টেনা একটি নির্দিষ্ট দিকেই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন তৈরি করে৷ এক্ষেত্রে ডেটা আদান প্রদানের জন্য  ট্রান্সমিটার ও রিসিভারকে মুখোমুখি একই সরলরেখায় (Line of Sight) অবস্থান করতে হয়৷

সর্বদিকযুক্ত অ্যান্টেনা (Omnidirectional antenna)

এই ধরনের অ্যান্টেনা সর্বদিকে তড়িৎ চৌম্বকীয় বিকিরণ করতে পারে৷ অথাৎ এক্ষেত্রে ডেটা আদান প্রদানের ট্রান্সমিটার ও রিসিভারকে মুখোমুখি একই সরলরেখায় অবস্থানের প্রয়োজন নেই৷

ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের ফ্রিকোয়েন্সির উপর ভিত্তি করে ওয়ারলেস ট্রান্সমিশন মিডিয়া তিন ধরনের হয়ে থাকেঃ
  • রেডিও ওয়েভ (Radio wave)
  • মাইক্রোওয়েভ (Microwave)
  • ইনফ্রেরেড (Infrared) 
Post a Comment (0)
Previous Post Next Post