যোগাযোগ (Communication) কি?
তথ্য প্রযুক্তির ক্রমবিকাশের ফলে এখন তাৎক্ষণিক যোগাযোগ সম্ভব হচ্ছে৷ মূলত টেলিযোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলেই এটি সম্ভব হয়েছে৷ আধুনিক টেলিযোগাযোগ যন্ত্রের মধ্যে বহুল ব্যবহৃত কিছু যন্ত্র হচ্ছে ল্যান্ডফোন মোবাইল ফোন রেডিও টেলিভিশন ওয়াকিটকি প্রভৃতি৷ বিভিন্ন ধরনের টেলিযোগাযোগ নেটওয়ার্কের মাধ্যমে এসব যন্ত্র যোগাযোগ প্রক্রিয়াকে সহজ করে তোলে৷ফোন ফ্যাক্স ইন্টারনেট ই মেইল অডিও ভিডিও চ্যাটিং এসএমএস এমএমএস এবং ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্তে সরাসরি যোগাযোগ স্থাপন করা যাচ্ছে৷ উদাহরণস্বরূপ বিশ্বের বিভিন্ন দেশ হতে অসংখ্য প্রতিনিধি একই সময়ে গ্রুপ কনফারেন্সিংয়ের মাধ্যমে পরস্পরের সাথে সরাসরি যোগাযোগ করতে পারছেন৷
![]() |
যোগাযোগ |
স্কাইপি বা অন্যান্য ভিডিও চ্যাটিং ব্যবস্থার মাধ্যমে অনেক দূরে অবস্থানরত একজন আরেকজনের সাথে সরাসরি কথা বলা ও ছবি দেখার সুযোগ পান৷ এগুলো বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজের একটি উৎকৃষ্ট নমুনা৷ রেডিও`র মাধ্যমে স্থানীয়ভাবে সম্প্রচারিত এবং আন্তর্জাতিক সংবাদ সংস্থার রেডিও সার্ভিসের অনুষ্ঠানসমূহের মাধ্যমে অজপাড়াগাঁয়ের কোন ব্যক্তিও তাৎক্ষণিকভাবে বিভিন্ন ধরনের খবরাখবর পাচ্ছেন৷
যোগাযোগের আরেকটি মাধ্যমে হল যাতায়াত ব্যবস্থা৷ এ ব্যবস্থাতেও তথ্য প্রযুক্তির ব্যাপক প্রভাব লক্ষ করা যায়৷ আজকাল ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে ওয়াই ফাই ওয়্যারলেস ব্লুটুথ GPRS এর মতো আধুনিক প্রযুক্তি যুক্ত হয়েছে৷ এছাড়া যানবাহনে ইন্টারনেট ব্যবহারের জন্য ওয়াই ফাই স্থাপন গাড়ি চালনায় জিপিএস এর আন্তর্ভুক্তি আধুনিক যাতায়াত ব্যবস্থায় এনেছে যুগান্তকারী পরিবর্তন৷
বিশ্বগ্রামের সুবিধা সমৃদ্ধ যোগাযোগ ব্যবস্থা বা কমিউনিকেশন সিস্টেমকে আলোচনার সুবিধার্থে তিনটি ভাগ করা যেতে পারে যেমনঃ
- টেলিযোগাযোগ ব্যবস্থা (Telecommunication System)
- তথ্য যোগাযোগ ব্যবস্থা (Information communication System)
- প্রত্যক্ষ যোগাযোগ বা যাতায়াত ব্যবস্থা (Direct communication or Transportation system)