বিমার উদ্দেশ্য কি?

বিমার উদ্দেশ্য (Objectives of insurance) কি কি?

বর্তমান যান্ত্রিক সভ্যতার এ যুগে মানুষের জীবনকে উপভোগ করার নানাবিধ সুযোগ সৃষ্টি হয়েছে৷ সেই সাথে নানারূপ ঝুঁকি ও অনিশ্চয়তাও বৃদ্ধি পেয়েছে ব্যাপকহারে৷ আর এ ঝুঁকি ও অনিশ্চয়তাকে আর্থিকভাবে মোকাবিলা করে মানুষের জীবন নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলতেই প্রবর্তিত হয়েছে বিমা ব্যবস্থার৷ বিমাগ্রহীতা ও বিমাকারী উভয়ের দিক হতে বিমার উদ্দেশ্য নিম্নে তুলে ধরা হলঃ

বিমাগ্রহীতার উদ্দেশ্য (Objectives of policy holder)

যে ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রিমিয়ামের বিনিময়ে অন্যের ঘাড়ে নিজ ঝুঁকি ও অনিশ্চয়তা চাপিয়ে বিপদমুক্ত থাকার চেষ্টা চালায় তাকে বিমাগ্রহীতা বলে৷ বিমাপত্র সংগ্রহের পিছনে এরূপ পক্ষের যে সকল উদ্দেশ্য বর্তমান থাকে৷ তা নিচে দেয়া হলঃ

অর্থনৈতিক নিরাপত্তা লাভ (Earning Financial security)

বিমা চুক্তির পিছনে বিমাগ্রহীতার মূল উদ্দেশ্য থাকে সম্ভব্য বিপদ ও দুর্ঘটনার বিপক্ষে আর্থিক নিরাপত্তা লাভ করা৷ বিপদ ও দুর্ঘটনা ঘটলে মানুষ যেন মারাত্মক আর্থিক দুর্গতির শিকার না হয় এবং সেই অবস্থায়ও যাতে আর্থিকভাবে নিরাপদ থাকা যায় এজন্য বিমাগ্রহীতা বিমাপত্র সংগ্রহ করে থাকে৷

মানসিক প্রশান্তি অর্জন (Achieving mental peace)

সবসময় ঝুঁকি ও অনিশ্চয়তার বোঝা মাথায় নিয়ে কোন মানুষের পক্ষেই সুষ্ঠুভাবে কাজ ও ব্যবসায় পরিচালনা সম্ভব নয়৷ দুশ্চিন্তা এমন একটা ব্যাধি যা মানুষকে ভিতরে ভিতরে নিঃশেষ করে দেয়৷ তাই প্রিমিয়ামের বিনিময়ে অন্যের কাঁধে ঝুঁকির বোঝা চাপিয়ে মানসিক প্রশান্তি অর্জন করাও বিমাগ্রহীতার উদ্দেশ্য৷

সঞ্চয়ের সুবিধা লাভ (Gaining savings facilities)

জীবনবিমার বেলায় মৃত্যুর ফলে উদ্ভূত আর্থিক ঝুঁকি মোকাবিলার পাশাপাশি বিমাগ্রহীতার অন্যতম উদ্দেশ্য থাকে সঞ্চয়ের সুবিধা অর্জন করা৷ 
বিমা
বিমা

মেয়াদি জীবনবিমার  ক্ষেত্রে একটা দীর্ঘমেয়াদ পর্যন্ত নির্দিষ্ট হারে প্রিমিয়াম বিমা কোম্পানিতে জমা দিতে হয়৷ ফলে বিমাগ্রহীতার পক্ষে তা এক ধরনের বাধ্যতামূলক সঞ্চয় বিবেচিত হয়ে থাকে৷

বিনিয়োগ সুবিধা অর্জন (Achieving investment facilities)

বিমাগ্রহীতা বিনিয়োগ সুবিধা লাভের উদ্দেশ্যও বিমা পলিসি খুলতে পারে৷ জীবনবিমাতে নির্দিষ্ট মেয়াদ শেষে একত্রে একটা টাকা পাওয়া যায় যা অবসর জীবনে বিনিয়োগ করে বিমাগ্রহীতার সচ্ছলভাবে জীবনযাপনের সুযোগ লাভ করে৷ বিমার কারণে একজন ব্যবসায়ী ঝুঁকিপূর্ণ খাতেও স্বচ্ছন্দে অর্থ বিনিয়োগ করে লাভবান হয়৷

বৃদ্ধ বয়সে অবলম্বন প্রাপ্তি (Obtaining Security in old age)

কর্মজীবনের শুরুতে মানুষের মাঝে কাজের যে শক্তি ও প্রেরণা থাকে দিনে দিনে তা কমতে থাকে এবং এক পর্যায়ে গিয়ে তা লোপ পায়৷ কর্মশক্তি কমলেও সাংসারিক দায়িত্ব ও ঝামেলা করে না বরং তা বেড়ে যায়৷ ফলে বৃদ্ধ বয়সে সম্ভব্য দৈন্যতা থেকে রেহাই পাওয়ার উদ্দেশ্যেও অনেক জীবনবিমাপত্র খুলে থাকেন৷

সন্তানসন্ততি পালন (Helps in bringing up children)

বর্তমান কালে সন্তানসন্ততির লেখাপড়া ও বিবাহ অত্যন্ত ব্যয়সাধ্য বিষয়৷ সাধারণ আয়ের লোকদের পক্ষে প্রয়োজনের সময় এরূপ ব্যয়ভার মিটানো অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ে৷ তাই অনেকে সন্তানদের ভবিষ্যৎ লেখাপড়ার ব্যয় নির্বাহের জন্য বা মেয়ের বিবাহের সময় বেশ কিছু অর্থ একত্রে পাওয়ার আশায়ও বিমা পলিসি গ্রহণ করে থাকে৷

সরকারি বিধানের প্রতি শ্রদ্ধা প্রদর্শন (Showing due respect to govt.rules)

অনেক ক্ষেত্রে সরকার বাধ্যতামূলকভাবে বিমা করার জন্য আইন পাস করে৷ যেমন বাংলাদেশে পরিবহনের ক্ষেত্রে বা কারখানার লাইসেন্স সংগ্রহে বা নবায়নে বাধ্যতামূলকভাবে বিমা করার বিধান রয়েছে৷ এরূপ আইনের কারণেও অনেকে বিমা পলিসি গ্রহণ করে৷

সামাজিক মর্যাদা লাভ (Enhancing social dignity)

বিমাকৃত সম্পদ বা জীবনকে সকল সমাজেই মর্যাদাপূর্ণ বিবেচনা করা হয়৷ তাই বিমাপত্র গ্রহণ করে একজন বিমাগ্রহীতা নিজেও মর্যাদাবান হতে পারে৷ দেশের আইনের প্রতি শ্রদ্ধাও এর দ্বারা প্রকাশ পায়৷ তাই এ ধরনের সামাজিক মর্যাদা লাভের উদ্দেশ্যও বিমাপত্র গ্রহণের পিছনে কাজ করে৷

বিমাকারীর উদ্দেশ্য (Objectives of the insurer)

প্রিমিয়ামের বিনিময়ে যে ব্যক্তি বা প্রতিষ্ঠান অন্যের জীবন বা সম্পদের ঝুঁকি বহনের দায়িত্ব গ্রহণ করে তাকে বিমাকারী বলে৷ এরূপ ব্যবসায়ের পিছনে তার যে সকল উদ্দেশ্য ক্রিয়াশীল থাকে তা নিম্নরূপঃ

জীবিকার্জন (Livelihood)

বিমা বর্তমানে সকল সমাজেই একটি উল্লেখযোগ্য ব্যবসায়৷ আধুনিক কালে জীবন ও সম্পদ রক্ষার ক্ষেত্রে উন্নত উপায় ও পদ্ধতির উদ্ভব ঘটায় বিমা খুবই লাভজনক ব্যবসায়ে পরিণত হয়েছে৷ তাই লাভের উদ্দেশ্যে এরূপ ব্যবসায় সংগঠন পরিচালনা করে বিমাকারী নিজ আয় রোজগারের ব্যবস্থা করে৷

মূলধন গঠন (Formation of capital)

অন্যের ঝুঁকি গ্রহণের পিছনে বিমাকারীর আরেকটি উদ্দেশ্য থাকে ব্যক্তিগত ও জাতীয় মূলধন গঠন করা৷ বিমা ব্যবসায়ে স্বল্প পুঁজি বিনিয়োগ করে ব্যাপক অর্থের সংস্থান করা যায়৷ মুনাফার কারণে যেমনি ব্যক্তিগত সম্পদ বৃদ্ধি পায় তেমনি প্রাপ্ত প্রিমিয়াম জাতীয় মূলধন গঠন করে৷

সামাজিক নিরাপত্তা সৃষ্টি (Providing social security)

মানুষের জীবন ও সম্পদকে ঘিরে সবসময়ই যে উদ্বিগ্নতা বিরাজ করে তা দূরপূর্বক সামাজিক স্বস্তি আনয়নের উদ্দেশ্যেও বিমা কোম্পানি কাজ করে৷ জীবন ও সম্পত্তির ঝুঁকি বহনের দায়িত্ব নিয়ে বিমাকারী এরূপ স্বস্তি আনয়নে ভূমিকা রাখে৷

শিল্প ও বাণিজ্য সহায়তা দান (Assistance to industry and commerce)

দেশের শিল্প বাণিজ্য সুষ্ঠুভাবে পরিচালিত হলে বিমা প্রতিষ্ঠানের সৃষ্ট মূলধন লাভজনকভাবে বিনিয়োগ করা যায়৷ এ ছাড়া ব্যবসা বাণিজ্য বাড়ালে বিমাখাতে আয় বৃদ্ধি পায়৷ তাই দেশের  শিল্প ও বাণিজ্য যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে এজন্য কার্যকর সহায়তা প্রদান করাও বিমাকারীর উদ্দেশ্য৷

ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূরীকরণ (Avoiding the hindrances of risk)

ব্যবসায়ের ক্ষেত্রে উদ্ভূত ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূর করে ব্যবসাকে কার্যকর ও গতিশীল রাখাও বিমা প্রতিষ্ঠানের উদ্দেশ্য৷ এরূপ বাধা দূর করে অধিক ঝুঁকিপূর্ণ খাতে ব্যবসায়ীদের বিনিয়োগে উৎসাহিত করা গেলে শিল্প বাণিজ্যিের পাশাপাশি বিমা ব্যবসায়ও উন্নত হয়৷

অসহায়ের সহায় হিসেবে ভূমিকা পালন (Plays the role of saviour of the helpless)

অসহায়ের সহায় হিসেবে তাদের পাশে দাঁড়ানোর মানবিক উদ্দেশ্য নিয়ে বিমা কোম্পানি কাজ করে৷ বিমাকৃত সম্পদের ক্ষতি হলে বিমা কোম্পানি আর্থিক ক্ষতিপূরণের ব্যবস্থা করে এবং বিমাকৃত ব্যক্তির মৃত্যু হলে তার অসহায় সন্তানসন্ততির পাশে দাঁড়ায়৷
Post a Comment (0)
Previous Post Next Post