ফিন্যান্স ও ব্যাংকিং এর ইংরেজি কি?
ফিন্যান্স ও ব্যাংকিং এই শব্দ দুটি হচ্ছে ইংরেজি শব্দ। ফিন্যান্স ও ব্যাংকিং এই শব্দ দুইটিকে ইংরেজিতে লিখলে এরকম হয় (Finance and Banking)।ফিন্যান্স কি?
সাধারণত ফিন্যান্স বলতে আমরা বুঝি, অর্থায়ন বা অর্থসংস্থান যার মানে হচ্ছে অর্থ সংগ্রহ করা। কিন্তু ফিন্যান্স শুধু অর্থ সংগ্রহ করাই নয় বরং অর্থের উৎস নির্বাচন, আর্থিক নীতি নির্ধারণ, মুলধন বাজার, অর্থ বিনিয়োগ, বিভিন্ন প্রকল্প বিশ্লেষণসহ সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা এবং নিয়ন্ত্রণ করাকে ফিন্যান্স বা অর্থায়ন বলে।![]() |
ফিন্যান্স |
নিচে ফিন্যান্স এর আর সংজ্ঞা দেওয়া হলঃ
L.J. Gitman এর মতেঃ
L.J. Gitman এর মতেঃ
Finance can be defined as the art and science of managing money. Finance is concerned with the process, institutions, markets and instruments involved in the transfer of money among and between individuals, businesses and governments.
E.W. Walker এর মতেঃ
Activities of a business concern relevant to financial planning, co-ordinating, control and their application is called finance.
উপরের সংজ্ঞাগুলো অনুসারে আমরা বলতে পারিঃ
- ফিন্যান্স ব্যক্তি, ব্যবসায় এবং সরকারের অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গর সম্পর্কিত।
- অর্থনৈতিক পরিকল্পনা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ ও এগুলোর যথাযথ প্রয়োগই হচ্ছে ফিন্যান্স বা অর্থায়নের মূল কার্যক্রম।
ব্যাংকিং কি?
ইংরেজি Banking (ব্যাংকিং) শব্দের আভিধানিক অর্থ হচ্ছে ব্যাংকের কারবার বা ব্যাংকের কার্যাবলী। অর্থাৎ ব্যাংকের টাকা জমা গ্রহণ এবং ধার দেওয়ার কাজকেই ইংরেজিতে ব্যাংকিং বলে।![]() |
ব্যাংকিং |
নিচে ব্যাংকিং এর আরও কিছু সংজ্ঞা দেওয়া হলঃ
ইন্ডিয়ান ব্যাংকিং কোম্পানি আইন ১৯৪৯ এর ৫ন(১) ধারা অনুযায়ী ব্যাংকিং হচ্ছেঃ
Banking means the accepting, for the purpose of lending or investment of deposits or money from the public, repayable on demand or otherwise and withdrawanable by cheque, draft, order or otherwise.
অর্থাৎ জনগণের নিকট থেকে চেক, ড্রাফট বা অর্ডার প্রভৃতির মাধ্যমে উত্তোলনযোগ্য আমানত গ্রহণ ও ঋণ বা বিনিয়োগের জন্য প্রদান করাকে ব্যাংকিং বলা বলে।